হিলিতে ট্রাকচাপায় ৯ বছরের শিশু নিহত, চালক-সহকারী আটক

২ সপ্তাহ আগে
দিনাজপুরের হিলিতে ট্রাকচাপায় রওজাতুন আকতার (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে চালক ও সহকারীকে আটক করেছে।

বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া সংলগ্ন সন্মুখ সমরস্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত রওজাতুন জয়পুরহাটের মঙ্গলবাড়ি এলাকার ওমর ফারুকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

 

পুলিশ জানায়, নানার বাড়ি কাটলা থেকে ভ্যানে করে রওজাতুন তার ছোট বোন, দাদা ও দাদির সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি খাদে পড়ে উল্টে যায় এবং রওজাতুন ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

আরও পড়ুন: টানা ১১ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

স্থানীয়রা জানান, সড়কে খানা-খন্দ ও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবেই এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন