শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব সাইফুল আযম সোহেল।
তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলার হাকিমপুর পৌর কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩নং কেবিনে সুখী ও ফারুক নামের এক দম্পতি ১৪দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। কোনো সমস্যা না থাকায় বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদেরকে ছাড়পত্র দেয় ডাক্তার মশিউর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে বেলা দেড়টার দিকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন দলবল নিয়ে ডাক্তারের উপর হামলা করে।
আরও পড়ুন: ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা: বিএনপির ২ নেতা বহিষ্কার
জরুরি বিভাগ থেকে টেনে হেঁচড়ে নিয়ে সেখানে ও গেটের সামনে দুদফা তার উপর হামলা করে তারা। কিল ঘুষি লাথি মারাসহ তার গলা চেপে ধরে। তাকে ছাড়াতে অন্যরা এগিয়ে আসলে হাসপাতালের এক কর্মী আহত হয়। এ সময় চিকিৎসকের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা। প্রতিবাদে জরুরি বিভাগ ব্যতিরেকে সকল সেবা কার্যক্রম দেড়ঘণ্টা বন্ধ করে হাসপাতালে কর্মরতরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানো হয় পরিস্থিতি স্বাভাবিক হয়