বৃহস্পতিবার (৯ অক্টোবর) সপ্তাহের শেষ দিন ভারতীয় ২২ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। এসব কাঁচা মরিচ বিক্রি হচ্ছে স্থলবন্দর থেকেই। সরবরাহ হচ্ছে ঢাকা, বগুড়া ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা শহরে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক সাহাবুল বলেন, ‘অতিরিক্ত খরা ও বৃষ্টির কারণে দেশীয় কাঁচামরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমেছে দেশি কাঁচা মরিচের উৎপাদন। ফলে ভারত থেকে আমরা কাঁচা মরিচ আমদানি করছি। প্রথম দিকে দাম ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে অনেকটা কমে আসছে। বৃহস্পতিবার প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি করেছি।’
আরও পড়ুন: সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৩০ টন কাঁচা মরিচ, কমছে দাম
কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি স্বাভাবিক রয়েছে। কাঁচা মরিচ পচনশীল পণ্য হওয়ায় আমরা শুল্কায়ন শেষে দ্রুত ছাড়করণ করে থাকি।’
তিনি আরও বলেন, ‘১লা জুলাই থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারতীয় ৭৩০ ট্রাকে ৫ হাজার ৮২৫ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২০ কোটি ৭৫ লাখ টাকা।’