হিরো আলম কেন ডিভোর্স দিচ্ছে না, প্রশ্ন রিয়ামনির

৪ দিন আগে
গত মাসেই দুধ দিয়ে গোসল করে জনসম্মক্ষে তৃতীয় স্ত্রী রিয়ামনিকে তালাক দেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। কিন্তু মৌখিক তালাক দেয়ার পরও এ কনটেন্ট ক্রিয়েটর আইনি প্রক্রিয়ায় তালাক দিচ্ছেন না বলে প্রশ্ন তোলেন রিয়ামনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রিয়ামনি সংবাদমাধ্যমে বলেন,

কাগজ কলমে সে আমাকে এখনও তালাক দেয়নি। এমনকি আমার কাবিন নামাটাও দিচ্ছে না। জনসম্মক্ষে তালাক দিয়ে কেন আমাকে সে আইনি প্রক্রিয়ায় ডিভোর্স দিচ্ছে না?

 

রিয়ামনি আরও বলেন,

কাবিন নামা পেলে আমি নিজেই ওকে ডিভোর্স দিতে পারতাম। কিন্তু কাবিন নামা না থাকায় আমি ওকে ডিভোর্স দিতে পারছি না। এতে করে ও আমার স্বাধীনতা হরণ করছে। আমার কাজ ঠিকমতো করতে দিচ্ছে না। নিজে আরেকটা বিয়ে করবে বলছে। আবার আমার ভরণপোষণও দিচ্ছে না। আমাকে ঘরবন্দি করে রাখছে।

 

এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,

আমাকে এর আগে অনেকবার ও সাইবার বুলিং করেছে, আমাকে অপমান করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সম্প্রতি তার গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে আমাকে গতকাল অকথ্য ভাষায় গালিগালাজ করে। এখানে আদালত অবমাননার কারণে তাকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। এখানে আমার হাত কোথায়?

 

আরও পড়ুন: হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী বলছেন রিয়ামনির আইনজীবী

 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়নে ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার  তৃতীয় স্ত্রী রিয়ামনি। প্রথমে বাবার অসুস্থতার সময় স্ত্রীকে পাশে না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম।  এর কিছুদিন পরই তিনি জানান স্ত্রীর পরকীয়াসহ পারিবারিক একাধিক অভিযোগ। যদিও অভিযোগ তোলার পর বেশ কয়েকবার একসঙ্গে আবেগী মুহূর্তে দেখা গেছে এ দম্পতিকে।

 

আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটর দিপংকর মারা গেছেন

 

]]>
সম্পূর্ণ পড়ুন