হিযবুত তাহরীরের ৭ সদস্য ৪ দিনের রিমান্ডে

১ সপ্তাহে আগে
রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে জনজীবনে ত্রাস সৃষ্টি ও পুলিশের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাত সদস্যকে চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল শেষে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার, মাহফুজুল হাসান।

 

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) উপ-পরিদর্শক মো. শাহীনুর রহমান অভিযুক্তদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আরও পড়ুন: হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম গ্রেফতার

 

মামলা সূত্রে জানা গেছে, ২১ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর গ্রেফতারকৃত আসামিরাসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৪০-১৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে আকস্মিক মিছিল বের করে সরকার বিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হয়।

 

মিছিল করাকালীন তারা সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মুক্তির একপথ, খিলাফত, অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। যার ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট এবং পথচারীদের মধ্যে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে হিযবুত তাহরীরের সদস্যরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে।

]]>
সম্পূর্ণ পড়ুন