রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে। এ বিষয়ে কেউ যদি কটূক্তি বা হয়রানির শিকার হন, তবে বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হচ্ছে।’
আরও পড়ুন: রাকসুর তহবিল ব্যবহারে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও এই নীতি সমানভাবে প্রযোজ্য। যদি কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে এবং প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তায় তা করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাশা করে, সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার পরিবেশকে সুন্দর ও সহনশীল রাখবেন।

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·