হায়দার আলীর ব্যাটে টেনেটুনে ১২০ পার করলো নোয়াখালী

২ সপ্তাহ আগে
প্রথমবার বিপিএলে অংশ নিয়ে শুরুটা ভালো করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল তারা। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪২ রান তোলে নোয়াখালী। কিন্তু এরপরই শুরু হয় তাদের ব্যাটিং ব্যর্থতা। একশ’র আগেই হারায় ৫ উইকেট, পরের ৩ রান যোগ করতে হারায় আরও দুই উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক হায়দার আলী। তার ৩৩ ও শেষদিকে মেহেদী হাসান রানার দুই বাউন্ডারিতে কোনোমতে ১২৪ রানের পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস।

আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হেরে আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় রাজশাহী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস।   

 

আগে ব্যাট করতে নেমে শুরুতে ভালো কিছুরই আভাস দিয়েছিলেন নোয়াখালীর দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাত। তবে স্কোরবোর্ডে ১৮ রান যোগ হতেই সোহানকে হারায় নোয়াখালী। ৬ বলে ৫ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরান বুনিরা ফার্নান্দো। 

 

আরও পড়ুন: বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে চিন্তা করি : সিলেটের উপদেষ্টা

 

সাব্বির হোসেন এগোচ্ছিলেন অনেকটা কচ্ছপ গতিতে। রিপন মণ্ডলের বলে মোহাম্মদ নাওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে মাত্র ৬ রান। এর কিছুক্ষণ পর বিদায় নেন মাজ সাদাকাত। ১৯ বলে ২৫ রান করা এই ব্যাটারকে শান্তর ক্যাচ বানান হুসেইন তালাত।  

 

মাহিদুল ইসলাম অঙ্কনও খেলছিলেন অনেকটা ধীরগতিতেই। ২৭ বল খেলে এক ছক্কা ছাড়া নেই আর কোনো বাউন্ডারি। শেষ পর্যন্ত ২২ রান করে তানজিম হাসান সাকিবের বলে নাওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অঙ্কন। 

 

আগের ম্যাচে ২৯ রান করা জাকের আলী এদিন ছিলেন ব্যর্থ। ৮ বল খেলে মাত্র ৬ রান করেই বিদায় নেন এই ব্যাটার। তানজিম সাকিবের বল মারতে গিয়ে হাসান মুরাদের হাতে ক্যাচ দেন জাকের। 

 

আরও পড়ুন: প্রয়াত জাকির বদলি কোচ নিয়োগ দিল ঢাকা

 

রাফিউর রহমান রাজা ফিরেছেন ৪ বলে ১ রান করে। রিপন মণ্ডলের বলে সরাসরি বোল্ড আউট ফেরেন এই ব্যাটার। একই ওভারে আউট হন হাসান মাহমুদ। ৪ বলে কোনো রান না করেই তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 

 

১০১ রানেই ৭ উইকেট হারিয়ে বসে নোয়াখালী এক্সপ্রেস। একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালানোর চেষ্টা করেন হায়দার আলী। শেষ পর্যন্ত ২৮ বলে ৩৩ রান করে ফিরতে হয় তাকেও। রিপনের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হায়দার। 

 

শেষদিকে দুটি বাউন্ডারি মারেন মেহেদী হাসান রানা। তার ১২ বলে ১১ রানের ইনিংসে কোনোমতে টেনেটুনে ১২৪ রানের সংগ্রহ পায় নোয়াখালী। রাজশাহীর হয়ে রিপন মণ্ডল নিয়েছেন ৪ উইকেট। তানজিম হাসান সাকিব ২টি, বিনুরা ফার্নান্দো ও হুসেইন তালাত নেন ১টি করে উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন