হাসিনার মানসিকতায় এখনও খুনের ভাব রয়েছে: রিজভী

১ সপ্তাহে আগে
শেখ হাসিনার মানসিকতা থেকে এখনও খুনের ভাব যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী। তিনি এখনও প্রতিহিংসা ও প্রতিশোধে ভুগছেন বলেও যোগ করেন রিজভী।


তিনি বলেন, ‘তার (হাসিনা) ভেতরে কোনো অনুশোচনা সৃষ্ট হয়নি। যার বড় প্রমাণ, পতনের পর থেকে বিভিন্ন জনের সাথে তার কথা বলার কল রেকর্ড।’


মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কার কাজ করার সুযোগ দেন: গয়েশ্বর


রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে লাখ লাখ লোক মারা যাবে, কিন্তু কই দুনিয়া কাঁপানো এত বড় অভ্যুত্থানে এরকমটাতো ঘটে নি। শুধুমাত্র বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে লুটপাটের জন্য সারা জীবন ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ।’


তিনি বলেন, ‘বাংলাদেশে উন্নত চিকিৎসা সম্ভব, যার বড় প্রমাণ তামিম ইকবাল। তারপরও মাইন্ড সেট করা হয়েছিল, ভারতে না গেলে ভালো চিকিৎসা পাওয়া যায় না।’

আরও পড়ুন: একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: ফখরুল

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা নিতে যায়। কিন্তু তারা কখনোই আমাদের বন্ধুর দৃষ্টিতে দেখেনি। যদি দেখত তাহলে ভিসা নিয়ে এত গড়িমসি করতো না।’


পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাবার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।

]]>
সম্পূর্ণ পড়ুন