হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

২ সপ্তাহ আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির তিন মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণের তারিখ আজ।

রোববার (২ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে।

 

এ মামলার অন্য আসামিরা হলেন: শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

 

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলা / শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

 

এছাড়া এদিন মামলার ৯ নম্বর আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য খুরশিদ আলমকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর কথা রয়েছে। পরে সাক্ষীদের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।

 

গেল ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন খুরশিদ আলম। পরে ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির না করায় সেদিন স্থগিত থাকে এই মামলার বিচারকাজ।

 

আরও পড়ুন: আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গঠিত সরকারের অধীনে ‘দেশে ফিরবেন না’ শেখ হাসিনা

 

পূর্ববর্তী সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন।

 

সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন