হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না: ফরিদা আখতার

৩ দিন আগে
শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২ আগস্ট) রাতে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

 

ফরিদা আখতার বলেন, ‘শেখ হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে। তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। অন্য কোনো সরকার আসা বা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া, তা এই অন্তর্বর্তী সরকার করতে পারে না।’

 

বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও সংবিধান বলবৎ রেখে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে কোন লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশ ক্ষমতাসীনদের দোসরদের অর্থের বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের মর্যাদা যেন কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি লুটপাট করে নষ্ট না করে।’

 

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের নামে অনেকেই এখন টাকার লেনদেনে জড়িত হয়ে পড়েছে। এমনকি কেউ কেউ নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে দুর্নীতি করছে। এসব ব্যক্তিকে আইনের হাতে তুলে দেয়া জরুরি।’

 

আলোচনায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে বলেন, আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না।

 

আরও পড়ুন: দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

 

এদিকে, দেশে সুশাসনের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

 

পরাজিত শক্তি বিদেশে বসে দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে আবারও দেশ অশান্ত করার চেষ্টা করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

 

অনুষ্ঠানে আহত শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়। এছাড়া ৫০ জন আহতকে অটোরিকশা দেয়ার ঘোষণা দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন