হাসিনা পালিয়ে গেলেও দেশে তার ফ্যাসিবাদী শাসন কায়েম আছে: রাশেদ খান

২ সপ্তাহ আগে
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে তার কায়েম করা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখনো বিদ্যমান বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার (১৮ জুন) দুপুরে ঝিনাইদহ শহরের সিটি কলেজ এলাকা থেকে শুরু হওয়া গণ শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

রাশেদ খান বলেন, ‘হাসিনা এখন দিল্লিতে বসেই একের পর এক ষড়যন্ত্র করছে। তিনি আওয়ামী লীগের পাণ্ডাদের মাঠে নামানোর চক্রান্ত করছেন। যেসব ডিসি-এসপি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তার পক্ষে কাজ করেছে, সেইসব ফ্যাসিস্ট কর্মকর্তারা এখনো সরকারি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে।’

 

আরও পড়ুন: উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের

 

তিনি আরও বলেন, ‘দেশে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। তাই এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।’

 

শোভাযাত্রাটি সিটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আরাপপুর মোড়ে গিয়ে শেষ হয়। এতে গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন