হাসপাতালের সিড়ির নিচে ৪ দিন ধরে পড়ে আছেন রোগী, সন্ধান নেই স্বজনদের

২৩ ঘন্টা আগে
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের সিড়ির নিচে চার দিন ধরে নাম-পরিচয়হীন, আনুমানিক ৫০ বছর বয়সি এক অসহায় ব্যক্তি পড়ে আছেন।

স্থানীয়রা গত ৫ অক্টোবর বিকেলে তাকে মোংলা বাসস্ট্যান্ডের রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করার পরামর্শ দেয়া হয়। তবে চার দিন পার হয়ে গেলেও রোগী এখনও হাসপাতালের সিড়ির নিচে বসে আছেন এবং কোনো স্বজনকে পাওয়া যায়নি।

 

হাসপাতালের বারান্দার পাশে পড়ে থাকা রোগীর চোখ এখন ফ্যাল ফ্যাল করে সকলের দিকে তাকাচ্ছে। ঠোঁট নড়াচড়া করতে পারলেও কথা বলতে পারছেন না। বাঁ হাত বুকের ওপর ভাঁজ করে রাখা এবং ডান হাতে স্যালাইন লাগানো অবস্থায় মাঝে মধ্যে নেড়া-চাড়া করছেন। শুধু জামা-প্যান্ট ছাড়া অন্যান্য পোশাক নেই এবং সারা শরীর ময়লা-ছোপাচ্ছন্ন। আশপাশে অযত্ন-অবহেলায় একটি পাউরুটির প্যাকেট রাখা আছে।

 

উদ্যোক্তা জামায়াত নেতা গোলাম মোস্তফা জানিয়েছেন, ঘাটের মাঝিদের কাছ থেকে খবর পেয়ে মানসিক দায়বদ্ধতার কারণে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ তার যথাযথ চিকিৎসা বা দেখভাল করছেন না। শুধু একটি স্যালাইন দিয়ে চিকিৎসা চলছে।’

 

আরও পড়ুন: মোংলায় ঘর দখল নিয়ে হামলা, নারীর চোখ উপড়ে ফেলার চেষ্টা

 

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ডা. মৌসুমী মৌ বলেন, ‘নাম-পরিচয় না পাওয়ার কারণে জরুরি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। খুলনা বা ঢাকায় উন্নত চিকিৎসা করানো হলে দ্রুত সুস্থ করা যেত। তবে আপাতত তার অবস্থা আগের তুলনায় অনেকটা স্থিতিশীল।’

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, বিষয়টি তিনি জানতেন না, তবে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন