হাসপাতালের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভবনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বোরবার (২২ জুন) বিকালে ওই হাসপাতালের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভবনের পাশে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে জানানো হয়। সুরতহাল রিপোর্টের পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।


আরও পড়ুন: যশোরে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


জেনারেল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ সার্জন ডা. সুরাইয়া ইয়াসনুর জানান, সকাল সাড়ে ৭টায় প্রচণ্ড পেট ব্যথা নিয়ে এক নারী জরুরি বিভাগে ভর্তি হন। তাৎক্ষণিক তাকে সার্জারি বিভাগে পাঠানো হয়। সেখানেই মায়ের পেট থেকে ফুলসহ বাচ্চা পড়ে যায়। তিনি গর্ভপাতের জন্য আগে থেকেই ওষুধ খেয়েছিলেন।


হাসপাতাল থেকে মৃত শিশুটিকে ওই নারীর অভিভাবকদের কাছে দেয়া হয়। তারাই মরদেহটি হাসপাতালের মধ্যে ফেলে যান।

]]>
সম্পূর্ণ পড়ুন