হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যা

৬ দিন আগে
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিবাকর দাস (৪৮) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এর আগে গত ২ নভেম্বর থেকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ভর্তি ছিলেন ওই রোগী।


দিবাকর দাস দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর মাস্টারপাড়ার সীতানাথ দাসের ছেলে।


কোতোয়ালি থানার উপপরিদর্শন মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু


তিনি জানান, বিকেল ৪টার দিকে মেডিসিন ওয়ার্ডের রেলিং ডিঙ্গিয়ে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রোগী দিবাকর দাস। খবর পেয়ে রাতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন তারা। ২ নভেম্বর থেকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা চলছিল তার।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দিবাকর দাস মানসিক রোগী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। এ ব্যাপারে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন