হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধনে হামলা, কব্জি ভাঙল এনসিপি নেতার

২ সপ্তাহ আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে মানববন্ধন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনসিপির উপজেলা সমন্বয়কারী মোজাম্মেল হক। হামলায় তার হাতের কব্জি ভেঙে গেছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোজাম্মেল ছাড়াও আরও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।


আহত মোজাম্মেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী।


জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্বঘোষিত মানববন্ধনে অংশগ্রহণ করেন এনসিপি নেতা মোজাম্মেল হক। এ সময় একদল লোক অতর্কিত হামলা করে।


আহত এনসিপি নেতা মোজাম্মেল হক বলেন, ‘উপজেলার জুলাইযোদ্ধা ও প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করেছি। পূর্বঘোষিত ওই মানববন্ধনে আমি যাওয়ার পর পরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের নির্দেশে হাসপাতাল থেকে ৭ জনের মতো লোক লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে বের হয়। কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করে। আমাকে ইচ্ছামতো মারধর করে বাম হাত ভেঙে ফেলা হয়। এ সময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লাহ, সোহেল, গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুর রবও আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে আমার বাম হাত ভেঙে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।’


আরও পড়ুন: নান্দাইলে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বিএনপি নেতার দোকানে হামলা


অভিযোগের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন বলেন, ‘আমি হামলা করতে নির্দেশ দেইনি। কে বা কারা কেনো হামলা করেছে আমার জানা নেই।’


ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ডা. জাকির হোসাইনের সঙ্গে কথা বলেছি। হামলার ঘটনা তার নির্দেশে হয়নি বলে জানিয়েছেন তিনি। বিষয়টি প্রশাসন তদন্ত করুক। এতে পুরো ঘটনার সত্যতা বের হবে। কেউ অন্যায় করে থাকলে শাস্তির আওতায় আসবে।’


ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘এ ঘটনা জানতে পেরে হামলায় জড়িত রফিকুল ইসলাম রবি নামে একজনকে আটক করা হয়েছে। তিনি পৌর শহরের কাকনহাটি এলাকার বাসিন্দা। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে রফিকুল ইসলাম রবিকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’


মোজাম্মেল হকের হাতের কব্জির হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান।


তিনি বলেন, ‘মোজাম্মেল হকের হাতের কব্জিতে হাড় ভেঙে গেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা তাকে যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন