হাসপাতাল থেকে বাসায় ফিরলেন উপদেষ্টা ফারুকী

১ সপ্তাহে আগে
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খবর জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (২৩ আগস্ট) অভিনেত্রী তিশা তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ফেসবুক ভিডিও রিলসে দেখা যায়, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ফারুকী। তার ফিরে আসায় খুশিতে আত্মহারা একমাত্র কন্যা ইলহাম। ফুল নিয়ে দৌঁড়ে এসে বাবাকে বরণ করে নেয়।

 

ভিডিওর ক্যাপশনে তিশা লেখেন,

আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন। ধন্যবাদ সবাইকে।

 

জানা যায়, সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাসায় ফেরেন ফারুকী। তবে চিকিৎসকের পরামর্শ, তাকে আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে।

 

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে একটি কর্মশালায় যোগ দিতে সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।

 

আরও পড়ুন: রইস উদ্দিনের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন অপু বিশ্বাস

 

তখন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, উপদেষ্টা ফারুকী কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন।

 

আরও পড়ুন: ‘নতুন অধ্যায়’র ঘোষণা দিলেন শাকিব খান

 

গত ১৭ আগস্ট অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় ফারুকীর। এরপর ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। ওষুধ ও পথ্যের নিয়মানুবর্তিতায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপরই আজ বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।   

]]>
সম্পূর্ণ পড়ুন