ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ৬১ বছর বয়সী এ অভিনেতা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে অজ্ঞান হয়ে পড়ার পর অভিনেতাকে মুম্বাইয়ের জুহু শহরতলির ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, শারীরিক দুর্বলতা, টেনশন আর মারাত্মক মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়েন গোবিন্দ। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পর বুধবার (১২ নভেম্বর) দুপুরে হাসপাতাল ছাড়েন এ অভিনেতা।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় ভক্তদের উদ্দেশে গোবিন্দ বলেন,
আমি এখন ভালো আছি। খুব বেশিই কাজ করে ফেলেছি এই ক’দিন। তাই অসুস্থ হয়ে পড়েছিলাম।
এরপরই নায়ক বলেন,
আমার মনে হয় জিমে গিয়ে ঘাম ঝরানোর থেকে যোগব্যায়াম, প্রাণায়ম করা ঢের ভালো। অতিরিক্ত ব্যায়াম করা ভালো নয়। আমি অবশ্য শরীরী গড়ন ঠিক করার জন্যেই জিমে এত শরীরচর্চা করতাম। কিন্তু যা দেখলাম, এর থেকে যোগব্যায়াম করা ভালো।
আরও পড়ুন: ঢাকায় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর
গত বছর অক্টোবরে লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ভুলভাবে ব্যবহার করার কারণে গোবিন্দের পায়ে গুলি লাগে। হাঁটুর নীচে ক্ষত নিয়ে অভিনেতা হাসপাতালে ভর্তি হন। এক ঘন্টাব্যাপী অস্ত্রোপচারের পর গুলিটি বের করা হলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি।
আরও পড়ুন: আয়কর নিয়ে আইনি লড়াইয়ে জয় পেলেন ঐশ্বরিয়া
]]>
২ সপ্তাহ আগে
৭






Bengali (BD) ·
English (US) ·