হারিয়ে যেতে বসা পৃথ্বীকে নিয়ে এক কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য

২ সপ্তাহ আগে
পৃথ্বী শ...পরবর্তী শচীন?—আইসিসির অফিসিয়াল ইউটিউবের টাইমলাইন ধরে ৬ বছর পেছনে গেলে এমন একটি ভিডিও পায় যায়। দারুণ সম্ভাবনা নিয়ে বিশ্ব ক্রিকেটে আবির্ভাব হয়েছিল শয়ের। যতটা সম্ভাবনা ছিল তার মধ্যে, এখন ততটাই ব্যাকফুটে ভারতীয় ক্রিকেটার।

২০২০ সালে অভিষেকের পর ফর্মহীনতার কারণে এখন জাতীয় দলের আশপাশে নেই পৃথ্বী। ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে ও একটি টি-২০ খেলেছেন তিনি। তার সতীর্থ, এমনকি অনেক জুনিয়রও জাতীয় দলে এখন স্থান পাকা করে নিয়েছেন। শুধু জাতীয় দল কেন, ঘরোয়া প্রতিযোগিতাগুলোতেও অনিয়মিত হয়ে পড়ছেন শ। এবারের আইপিএলের মেগা নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। সম্প্রতি বাদ পড়েছেন বিজয় হাজারে ট্রফির মুম্বাইয়ের দল থেকে।


অবহেলার শিকার হচ্ছেন, অনেক দিন ধরেই এমন অভিযোগ শয়ের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তিনি লিখেছেন, ‘হে ঈশ্বর, আমায় আর কী দেখতে হবে! ৬৫টি ইনিংসে আমার রান ৩৩৯৯। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। তা-ও আমি যথেষ্ট ভাল নই? তবু আমি আপনার উপর বিশ্বাস রাখব। আশা করি, অন্যেরাও আমাকে বিশ্বাস করেন। আমি নিশ্চিত ভাবে ফিরে আসব।’


আরও পড়ুন: সাংবাদিকদের সঙ্গে কোহলির ‘উত্তপ্ত’ বাক্য বিনিময়!


তবে মুম্বাই ক্রিকেট অ্যাকাডেমির এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানালেন ভিন্ন কথা। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, শ ঠিকঠাক অনুশীলন করত না। ফিটনেস একেবারে খারাপ হয়ে যায়। নিজের ক্ষতি নাকি নিজেই করছেন অমীয় সম্ভাবনার অধিকারী।


ওই কর্তা বলেন, ‘সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ১০ জন ফিল্ডারে খেলতে হত আমাদের। পৃথ্বীকে জোর করে লুকিয়ে রাখতাম। বল ওর পাশ দিয়ে গেলেও ধরতে পারত না। ব্যাটিংয়ের সময়েও দেখতাম বলের কাছে পৌঁছতে ওর সমস্যা হচ্ছে। ওর ফিটনেস, শৃঙ্খলা এবং হাবভাব খুব খারাপ। কোনো ক্রিকেটারের জন্য আলাদা কোনো নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটারেরাও ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল।’

]]>
সম্পূর্ণ পড়ুন