শনিবার (২৮ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব।
জানা গেছে, জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানার ২টি, পাংশা মডেল থানার ১১টি, কালুখালী থানার ৫টি ও বালিয়াকান্দি থানায় ১৫টি সহ মোট ৬৬টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: পটুয়াখালীতে একমাসে হারানো ৭০ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ
মোবাইল ফোন হস্তান্তরের আগে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে এলআইসি শাখার একটি চৌকস দল মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ উদঘাটনে সর্বদা কাজ করে থাকে।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমরা ভাবিনি মোবাইল ফোন ফিরে পাবো। মোবাইল পেয়ে পুলিশের প্রতি আস্থা বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।