মেহেরপুর জেলার তিন থানায় দায়েরকৃত জিডির ভিত্তিতে ১০৭ টি মোবাইল ও ৬ লাখ ৭ হাজার টাকা প্রকৃত স্বত্বাধিকারীকে ফেরত দিল পুলিশ প্রশাসন। গেল দুই মাসে এসব হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেয়া অর্থ পুনরুদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
পুলিশের তথ্য মতে, মেহেরপুর সদর থানায় ৬১টি গাংনী থানায় ১৬টি এবং মুজিবনগরে ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও সদর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির বিপরীতে ৬ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। স্বল্প সময়ে নিজেদের ফোন ফেরত পেয়ে খুশি অভিযোগকারীরা। আইনের প্রতি আস্থা রাখার জন্য পরামর্শ দিচ্ছেন তারা।
আরও পড়ুন: ৬১টি ল্যাপটপসহ রাজধানীতে গ্রেফতার ২
ইতিমধ্যে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান জানালেন পুলিশ সুপার। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।