বৃহস্পতিবার (৫ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সরকার ‘নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে’ গাজায় শক্তিশালী স্থানীয় গোষ্ঠীগুলোকে ‘সক্রিয়’ করছে।
গাজার স্থানীয় কয়েকটি গোষ্ঠীটিকে ব্যবহার করা হচ্ছে ইসরাইলের সাবেক বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যানের এ অভিযোগের কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহু এ কথা স্বীকার করেন।
সম্প্রতি গাজায় বিতর্কিত একটি সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনা ঘটে। ত্রাণ কর্মীরা কিছু গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক হামলা চালানো এবং ট্রাক থেকে ত্রাণ চুরির অভিযোগ এনেছে।
আরও পড়ুন: গাজার আল-আহলি হাসপাতালে ফের হামলা, তিন সাংবাদিক নিহত
বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের উদ্ধৃতি দিয়ে একজন ইসরাইলি কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যে গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করছেন তার মধ্যে একটি হলো তথাকথিত পপুলার ফোর্সেস, যার নেতৃত্বে রাফার স্থানীয় গোষ্ঠী নেতা ইয়াসের আবু শাবাব।
গত মাসে ইসরাইলি সংবাদমাধ্য হারেৎজ এই গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। গাজার কয়েকটি সূত্র দাবি করেছিল, এতে প্রায় ১০০ জন সশস্ত্র লোক রয়েছে যারা ইসরাইলি সেনাবাহিনীর সহায়তায় কাজ করছে।
সম্প্রতি আবু শাবাব গোষ্ঠী অনলাইনে ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত মার্কিন-ইসরাইল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে সরবরাহ চালান রক্ষা করতে সহায়তা করছে।
আল জাজিরা বলছে, ইসরাইলের বিরোধী দলগুলোর দাবি, সরকার বা ইসরাইলি মন্ত্রিসভায় এই নিয়ে কোনো আলোচনা করা হয়নি। নেতানিয়াহু বলেছেন এই সশস্ত্র দলগুলো ... মূলত গাজায় হামাসকে পরাজিত করতে ইসরাইলিদের সাহায্য করতে পারে।
আরও পড়ুন: গাজায় ২ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরাইলের
এদিকে বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, কখনো আইএস-সংশ্লিষ্ট জিহাদি সংগঠন, আবার কখনো অপরাধী চক্র হিসেবে বর্ণিত এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ গাজার একটি বড় গোত্রের সদস্য ইয়াসের আবু শাবাব।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, আবু শাবাবের গ্যাংকে যেসব অস্ত্র দিয়েছে ইসরাইল, সেগুলোর মধ্যে হামাসের কাছ থেকে জব্দ করা অস্ত্রও আছে।
এই গোষ্ঠী বর্তমানে গাজার রাফাহ অঞ্চলে ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম চালাচ্ছে। গত সপ্তাহে এই গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে হামাস।
]]>