হামলার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প!

২ সপ্তাহ আগে
কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় কোনো প্রতিশোধ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার দিবাগত রাতে (২৪) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি।

 

ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে‌ ‘ব্যর্থ প্রতিশোধ’ বলে উল্লেখ করে পোস্টে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি হামলায় কোনো আমেরিকান আহত হয়নি এবং খুব কমই ক্ষতি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা তাদের ‘সিস্টেম’ থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করা যায়, আর কোনো ঘৃণা থাকবে না।’

 

ইরানের হামলাকে দুর্বল উল্লেখ করে তিনি লিখেছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে - ১৩টি ভূপাতিত করা হয়েছে এবং একটি "ছেড়ে" দেয়া হয়েছিল, কারণ এটি হুমকিহীন দিকে যাচ্ছিল। 

 

লাইভ আপডেট / মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
 

শান্তির পথে এগিয়ে যেতে ইরান ও ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্প আরও লিখেছেন, আমি ইরানকে আগাম নোটিশ দেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হয়নি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ইসরাইলকেও একই কাজ করতে উৎসাহিত করবো।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন