হামলা কখন চালাতে হবে তাও আমার স্ত্রী ঠিক করে দেয়: নেতানিয়াহু

৩ দিন আগে
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গেল শুক্রবার রাতে নিউইয়র্কে ইসরাইলি কনস্যুলেটে এক সংবর্ধনায় যোগ দেন। সেখানে, গাজা যুদ্ধ এবং নিজের সমালোচকদের নিয়েও কথা বলেন তিনি।

গাজা উপত্যকার যুদ্ধ ‘শেষের কাছাকাছি’ আছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন নেতানিয়াহু। 

 

এরপর তিনি তার আশপাশের লোকদের সাথে মজা করে বলেন, 

আমার স্ত্রী (সারা নেতানিয়াহু) আমার সব বক্তৃতা লেখেন, তিনিই সবকিছু ঠিক করেন। এমনকি কখন হামলা করতে হবে তা-ও।

 

Netanyahu jokes back at critics: ‘Sara writes my speeches, she even decides when to strike’https://t.co/pMlZn3wYgc

— Ynet Global (@ynetnews) September 27, 2025

 

নেতানিয়াহু আরও বলেন, 

যেসব সমালোচক দাবি করেন আমার স্ত্রীই মূল সিদ্ধান্ত নেন, তারা এখন বলবেন যে এটার এখন রেকর্ড আছে, তিনি নিজেই স্বীকার করেছেন।

 

পরে কিছুটা গম্ভীর সুরেই ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (নেতানিয়াহুর স্ত্রী) আপনাদের সবার মতোই সত্যিকার অর্থে ইসরাইলের পুনর্জন্ম দেখার আকাঙ্ক্ষার অংশীদার।’ 

 

আরও পড়ুন: নেতানিয়াহুর ভাষণ: কোন কোন দেশ ওয়াকআউট করল, বাংলাদেশও কি ছিল?

 

শ্রোতাদের উদ্দেশে নেতানিয়াহু আরও বলেন, ‘ইহুদি জনগণের বিরুদ্ধে অপবাদ অব্যাহত রয়েছে, এটাই সত্য। আজ আমাদের কাছে একটি তরবারি আছে। যারা আমাদের ধ্বংস করতে এসেছিল তাদের বিরুদ্ধে আমরা সেই তরবারি তুলেছি - এবং আমরা তাদের পরাজিত করেছি।’

 

তিনি জোর দিয়ে বলেন, ‘এখনো কাজ বাকি আছে। আমরা শেষের (গাজা যুদ্ধ) কাছাকাছি - আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা, আমাদের শত্রুদের পরাজিত করা এবং তরবারি হাতে নিয়ে আমাদের প্রতিবেশীদের সাথে শান্তি প্রতিষ্ঠা করা– আমরা এখন এটাই করছি।’

 

সূত্র: ওয়াইনেট নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন