হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও

৪ দিন আগে
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে বাংলাদেশ। লাল-সবুজ দলে রয়েছেন হামজা চৌধুরীর মতো ফুটবলার। যিনি ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন। এমন এক ফুটবলারের বিপক্ষে খেলতে পেরে রোমাঞ্চিত পুরো নেপাল দলও।

জাতীয় স্টেডিয়ামে বুধবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কথা বলেছেন নেপালের গোলকিপার কিরণ চেমজং। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে কাঠমান্ডুর ম্যাচে হামজাকে বাংলাদেশ দলে চেয়েছিলাম আমরা। কিন্তু তখন তিনি যাননি। এবার ঢাকায় এসে আমরা হামজার মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলছি। আমাদের পুরো দলই হামজার বিপক্ষে খেলতে উদ্‌গ্রীব ও রোমাঞ্চিত।’


শুধু চেমজং-ই নন নেপালের কোচ হরি খাড়কার রোমাঞ্চও কম নয়। তিনি দীর্ঘদিন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলেছেন। গতকাল তিনি জানিয়েছেন, হামজাকে নিয়ে আলাদাভাবে ভাবছে তার দল।  


আরও পড়ুন: নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ


হরি খাড়কার বলেন, ‘নেপাল-বাংলাদেশ সব সময়ই চ্যালেঞ্জিং ম্যাচ হয়। হামজা এবং আরেকজন (সমিত) আসায় বাংলাদেশের শক্তি বেড়েছে। তবে ফুটবল এক ব্যক্তির খেলা নয়, দলীয় খেলা। আমরা প্রস্তুত। জানি, হামজা মূল খেলোয়াড় বাংলাদেশের। আমরা তাকে নিয়ে ভাবছি।’


বাংলাদেশ দল নেপালকে সবশেষ হারিয়েছে ২০২০ সালে। আর এই দুই দেশের সবশেষ ম্যাচটি ড্র হয়েছিলো। তবে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ভারতের ম্যাচের আগে প্রস্তুতি-ই বলা চলে।

]]>
সম্পূর্ণ পড়ুন