হামজার দেখানো পথেই বাংলাদেশে ছুটে এলেন ইংল্যান্ড প্রবাসী মতিন

২০ ঘন্টা আগে
হামজা-জামালদের দেখানো পথে হাঁটছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। তাদেরই একজন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়স ভিত্তিক দলে খেলা এলমান মতিন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালের জন্য বাফুফে থেকে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। সেখানে নিজেকে প্রমাণ করে একদিন লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে চান এলমান মতিন।

জন্মের নয় মাস পরই পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান এলমান মতিন। সেখানেই বেড়ে উঠা ও ফুটবলের হাতে খড়ি। এরপর ১২ বছর বয়সে যান লন্ডনে। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়স ভিত্তিক দলে।


দেশের বাইরে বেড়ে উঠলেও শেকড়ের টানে জন্মভূমিতে ছুটে এসেছেন এলমান মতিন। মূলত লাল-সবুজ জার্সিতে হামজা চৌধুরীকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন তিনি। খেলেনও হামজার মতো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। তবে জাতীয় দলে নয় আপাতত এলমান নিজেকে প্রমাণ করতে চান বয়সভিত্তিকে।


ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এলমান মতিন বলেন, 'সম্প্রতি হামজা চৌধুরীকে দেখে বাংলাদেশ ফুটবল সম্পর্কে জানতে শুরু করি। তাকে নিয়ে পুরো বাংলাদেশে যে উন্মাদনা দেখেছি তাই আমাকে অনুপ্রাণিত করেছে।'


আরও পড়ুন: ঈদ উদযাপনে ফিলিস্তিনকে স্মরণ করলেন হামজা 


নিয়মিত বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখেন এলমান। দেখেন জামাল-তপুদের খেলা। এর আগেও লাল-সবুজদের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলার আগ্রহ দেখালেও সাঁড়া পাননি তখন। তবে তাবিথ আউয়ালের বর্তমান কমিটি অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালের জন্য ডেকেছেন এলমানকে।


এলমান মতিন বলেন, 'আমার জন্য বাংলাদেশের হয়ে খেলা সম্মানের। সেজন্যই ট্রায়াল দিতে এসেছি। যেহেতু আমার মা বাবা বাঙালি তারা চায় আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করি। এখানে প্রফেশনাল ফুটবলও খেলতে পারি। ইনশাআল্লাহ ট্রায়ালে যেখানেই আমাকে খেলতে দেয়া হবে আমি আমার সর্বোচ্চটা দিবো। অনূর্ধ্ব-১৯ দলের পর অনূর্ধ্ব-২১ দলেও খেলতে চাই। এবং একদিন মূল দলে সুযোগ করে নিতে চাই।'    


৯ থেকে ১৮ মে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। যার জন্য বাংলাদেশ দলে ট্রায়াল দিতে এসেছেন এলমান ছাড়াও, ইতালি প্রবাসী আব্দুল কাদির। 

]]>
সম্পূর্ণ পড়ুন