হামজার কল্যাণে রক্ষা, লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

১ সপ্তাহে আগে
রাকিব হোসেন ও শেখ মোরসালিনের নৈপুণ্যে শুরুতে লিড পেলেও গোলরক্ষক মিতুল মারমার ভুলে গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়ে রক্ষা করলেন হামজা দেওয়ান চৌধুরী। তাতে ভারতের বিপক্ষে লিড নিয়ে বিরতিতে গেলো লাল সবুজরা।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে মোরসালিনের গোলে ১-০ গোলে এগিয়ে স্বাগতিকরা।

 

এদিন ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে আক্রমণে আধিপত্য ছিল বাংলাদেশের। পরের মিনিটেই সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। দারুণ এক পাল্টা আক্রমণে দলকে লিড এনে দেন রাকিব-মোরসালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।

 

আরও পড়ুন: ভারত ম্যাচের আগে ফেসবুকে হামজার বিশেষ বার্তা

 

পিছিয়ে পড়ার পর আক্রমণে ধার বাড়ায় ভারত। তবে রক্ষণ থেকে আক্রমণ সব জায়গায় তাদের সামনে বাধা হয় দাঁড়ান হামজা। ২৭তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন তারিক কাজী। তার বদলে মাঠে নামানো হয় মো. শাকিল তপুকে। ৩১তম মিনিটে নিশ্চিত গোল হজম থেকে বাংলাদেশকে রক্ষা করেন হামজা। গোলরক্ষক মিতুল মারমা বার ছেড়ে অনেকটা বাইরে চলে গিয়েছিলেন। বক্সের ঠিক বাইরে থেকে সে সুযোগে শট নিয়েছিলেন ভারতীয় মিডফিল্ডার লালিয়ানজুয়ালা। হেডের সাহায্যে সেটি ক্লিয়ার করেন হামজা।

 

খানিকবাদে বল থ্রো নিয়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান।

 

৪৪তম মিনিটে বাংলাদেশকে প্রায় দ্বিতীয় গোলটি এনেই দিয়েছিলেন হামজা। কিন্তু বক্সের ঠিক বাইরে থেকে তার নেয়া জোরালো শটটি অল্পের জন্য জালে জড়ায়নি। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

 

আরও পড়ুন: ভারত ম্যাচে নিরাপত্তাতেই যেন সব মনোযোগ বাফুফের

 

এর আগে গত ২৫ মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ৩২বারের মুখোমুখি দেখায় ভারতের ১৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২টিতে। ড্র বাকি ১৪ ম্যাচে। গত ২২ বছর অবশ্য ভারতের বিপক্ষে জিততে পারছে না লাল সবুজরা। হামজা-শমিতদের কল্যাণে এবার সে খরা কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন