যা বিস্মিত করেছে টাইগার ক্রিকেটারকে। জানিয়েছেন কখনো দেখা হলে প্রকাশ করতে চান কৃতজ্ঞতা।
শততম টেস্টে শতক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনটি বিশেষ মুশফিকের জন্য। ২২ গজে দারুণ একটি দিন কাটানোর পর উপস্থিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল হামজার অভিনন্দন বার্তা নিয়ে। ফুটবল তো অবশ্যই, বাংলাদেশের ক্রীড়া জগতে বর্তমানে সবচেয়ে বড় তারকা হামজা। ইংলিশ ক্লাব লেস্টার সিটির এ তারকা নাড়ির টানে খেলছেন লাল সবুজ জার্সি গায়ে। ফুটবলের বাইরে তিনি খবর রাখেন এ দেশের ক্রিকেটপাড়ারও। তাইতো মুশফিকের মাইলফলক অর্জনে বেসরকারি একটি টেলিভিশনের মাধ্যমে পাঠিয়েছেন বিশেষ বার্তা। এমন তারকা থেকে অভিনন্দন পেয়ে বেশ খুশি মুশফিক।
তিনি বলেন, ‘আমি আজকে সকালে শুনেছি। পরে আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। আমি খুবই অবাক এবং খুশি এটা দেখে। সামনাসামনি যদি কখনো দেখা হয় অবশ্যই আমি ধন্যবাদ জানাব।’
আরও পড়ুন: শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদি এবং নানা-নানিকে উৎসর্গ মুশফিকের
দীর্ঘ ২০ বছরের ধারাবাহিকতায় আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে চলমান টেস্টে নিজের শততম ম্যাচ খেলছেন মুশফিক। এ দীর্ঘ পথ চলাতেও তাকে মুখোমুখি হতে হয়েছে নতুন অভিজ্ঞতার। আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
যা তার কাছে নতুন অভিজ্ঞতা জানিয়ে মুশফিক বলেন, ‘সারাদিন ব্যাট করেছি, ৯৯ রানে অপরাজিত ছিলাম, এটা আমার ২০ বছরের ক্যারিয়ারে কখনো হয়নি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এটা এমন একটা জায়গা যেখানে ২০ বছর পরেও আমি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন।’
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে ফলোঅনের শঙ্কায় ফেলে দিন পার বাংলাদেশের
]]>

৬ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·