বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই হামজার। খুব শীঘ্রই লাল সবুজ দলের হয়ে খেলতে যাচ্ছেন লিস্টার সিটির এই তারকা। এমন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশের হয়ে হামজার খেলার সংবাদ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তাকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিনি লিখেছেন, 'লাল-সবুজ তোমার হয়ে চিৎকার করতে প্রস্তুত হামজা। বাংলাদেশে স্বাগতম, যেখানে ফুটবলের স্বপ্ন এখনও টিকে আছে।'
বাংলাদেশি বংশোদ্ভুত হামজা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। তাকে পেতে ২০২২ সাল থেকে চেষ্টা করছে বাফুফে। কিন্তু পুরোদমে চেষ্টা শুরু হয় এ বছরের শুরুর দিকে। জুনে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা। আগস্টে সেটি মিলে যায়। লন্ডনে বাংলাদেশের হাইকমিশন থেকে হামজার মা পাসপোর্ট গ্রহণ করেন। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়।
আরও পড়ুন: সুদিন ফেরাতে ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হতে চান রোনালদো
হামজার খেলার বিষয়টি আটকে ছিল ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বারে। দীর্ঘদিন পর বাফুফের প্রচেষ্টা আলোর মুখ দেখতে যাচ্ছে। হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হামজার একটি ভিডিও শেয়ার করে বাফুফে জানিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’ ভিডিওতে হামজা বলেন, ‘হাই এভ্রিওয়ান। আমি হামজা, খুবই খুশি। সব বাধা কেটে গেছে। বাংলাদেশের হয়ে খেলতে তর সইছে না। আশা করি দ্রুতই সবার সঙ্গে দেখা হবে। বিদায়।’
বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে। প্রিমিয়ার লিগে নাম যশ কামানোর পর বাংলাদেশের হয়ে খেলার আশা প্রকাশ করেন তিনি। তার ইচ্ছা পূরণ হতে চলেছে।
]]>