হাবিবুর ও শান্তর ঝড়ে বৃথা গেল সৌম্য-আফিফের অর্ধশতক

৬ দিন আগে
বৈরি আবহাওয়ার কারণে ১৫ সেপ্টেম্বরের পর বন্ধ হয়ে যায় এনসিএল টি-টোয়েন্টির খেলা। খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের ম্যাচ দিয়ে আজ থেকে আবার তা মাঠে গড়িয়েছে। এই ম্যাচে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন খুলনাকে পাত্তাই দেয়নি রাজশাহী।

সিলেটে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করেছিল খুলনা। এই সংগ্রহে বড় অবদান সৌম্য সরকারের। ৩৪ বলে ৪ ছয় ও ৬ চারে ৬৩ রান করেন তিনি। আফিফ ফিফটি করলেও তার স্ট্রাইকরেট টি-টোয়েন্টিসুলভ ছিল না, ৫০ রানের ইনিংসের জন্য ৪৫ বল খেলতে হয় তাকে। অন্যদের মধ্যে নাহিদুল ইসলাম ১৭, মেহেদী হাসান মিরাজ ১০ ও মোহাম্মদ মিঠুন ৯ রান করেন।


সৌম্য-আফিফের অর্ধশতক বৃথা করে রাজশাহী ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে হাবিবুর রহমান সোহান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে। ১৭২ রান তাড়ায় তারা লক্ষ্যে পৌছেছে ২৩ বল হাতে রেখে। ২ ম্যাচে রাজশাহীর এটা প্রথম জয়, ঢাকা মেট্রোর বিপক্ষে হার দিয়ে তাদের আসর শুরু হয়েছিল।


আরও পড়ুন: তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে তাসকিনের একশ উইকেট


শান্ত ও হাবিবুরের তাণ্ডবে প্রথম ওভারে ১২ রান নিয়ে ইনিংস শুরু করেছিল রাজশাহী। পরের ওভারে উঠে ১৯। পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে তারা তুলে ফেলে ৭২ রান। জয়টা একপ্রকার তখনই ভাগিয়ে নেয় রাজশাহী।


২৩ বলে ফিফটি পূর্ণ করা সোহান দ্রুতই সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যান। মাত্র ৬ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। শান্তর সঙ্গে ১৪৮ রানের উদ্বোধনী জুটির পর রবিউল হকের বলে সরাসরি বোল্ড হন। ৪৫ বলের ইনিংসে ১০টি চার ও ৬টি ছয় হাঁকান তিনি। সোহান আউট হয়ে গেলেও শান্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৩৯ বলে তিনি খেলেন ৬৫ রানের ইনিংস। রাব্বির রহমান ২ ও প্রিতম কুমার করেন ৭ রান।

]]>
সম্পূর্ণ পড়ুন