হাফ ভাড়া নিয়ে বরিশালে সংঘর্ষ: গুরুতর আহত ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১ দিন আগে
বরিশাল নগরীতে হাফ ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত অন্তত ১৫ শিক্ষার্থীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

জানা যায়, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রায় ২ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বিএম কলেজের অন্তত ১৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাত ভেঙে গেছে বলে জানা গেছে।


আহতদের মধ্যে বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. অমি মিয়া, মার্কেটিং বিভাগের জাহিদুল, অর্থনীতি বিভাগের সিফাত, বাপ্পী, সরওয়ার ও হাসিবসহ আরও অনেকে রয়েছেন।


আরও পড়ুন: বিএনপির নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে মনোনয়নপ্রত্যাশীসহ আহত ১০


এ বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন জানান, সংঘর্ষে গুরুতর আহত ১০-১৫ জন শিক্ষার্থী হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও আরও ১৫-২০ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।


প্রত্যক্ষদর্শীরা জানান, হাফভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার তা চরম আকার ধারণ করে।


আরও পড়ুন: নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০


এ দিকে রাতেই আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে যান বিএম কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, উপাধ্যক্ষ, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।


সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিক্ষার্থীদের দাবি, পুলিশের উপস্থিতি দেরিতে হওয়ায় সংঘর্ষ দীর্ঘায়িত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন