হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বে বরিশালে রণক্ষেত্র, বাস ভাঙচুর, আহত ৪০

১ দিন আগে
বরিশালে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো নথুলাবাদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শুরু হওয়া সংঘর্ষ চলে দুই ঘণ্টা ধরে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।


এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালানোর পাশাপাশি একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন।


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।


শ্রমিক রুবেল জানান, কলেজ বন্ধের দিন হাফ ভাড়া নিয়ে এক বাস শ্রমিকের সঙ্গে শিক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিএম কলেজের শতাধিক শিক্ষার্থী নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকা বাস ভাঙচুর করে। এতে বহু শ্রমিক আহত হন বলে দাবি করেন তিনি।


অন্যদিকে বিএম কলেজের শিক্ষার্থী সাব্বিরসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, মুলাদী থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সেবা পরিবহনের একটি বাসে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বাস শ্রমিকরা। এর প্রতিবাদে তারা বাসস্ট্যান্ডে সমবেত হয়ে শ্রমিকদের বিচার দাবি জানান। 

তাদের অভিযোগ, দাবি জানাতে গেলে উল্টো শ্রমিকরাই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।


বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম বলেন, ‘শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন