হান্ড্রেড মাতিয়ে ফের ইংল্যান্ডের স্কোয়াডে কক্স

৪ সপ্তাহ আগে
দ্য হান্ড্রেডের এবারের আসরটা দারুণ কেটেছে জর্ডান কক্সের। তার দল ওভাল ইন্সিভিন্সিবল তো শিরোপা জিতেছেই, কক্স নিজেও হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক।

শিরোপা জেতার পথে ১৭৩.৯৩ স্ট্রাইকরেটে ৩৬৭ রান করেছেন কক্স। টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা (২২) ও তৃতীয় সর্বোচ্চ চারও মেরেছেন তিনি। ফাইনালেও তার ব্যাট থেকে ২৮ বলে গুরুত্বপূর্ণ ৪০ রানের একটি ইনিংস এসেছে। এই পারফরম্যান্স দিয়ে ফের ইংল্যান্ড জাতীয় দলের দরজা খুলে ফেললেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। জাতীয় দলের হয়ে কক্সের অভিষেক হয়েছিল গত বছরের শেষের দিকে। ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলার পর আবার হারিয়ে যান তিনি।


আরও পড়ুন: সাকিবের রেকর্ডে ভাগ বসালেন নবি


আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করেছিল গত ১৫ আগস্ট। সিরিজটি শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। শেষের দুটি ম্যাচ ১৯ ও ২১ সেপ্টেম্বর। এই সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে ২১ বছর বয়সি জ্যাকব বেথেলকে, মাঠে নামলেই ইংল্যান্ডের কনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়বেন তিনি।


ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ককে সচরাচর লোকের চেনার কথা নয়। ২৩ বছর ১৪৪ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করা মন্টি বোডেনের ক্যারিয়ার যে মাত্র ২টি টেস্ট দিয়েই শেষ হয়েছিল। ১৮৮৯ সালে করা বোডেনের ওই রেকর্ড এখনও বহাল তবিয়তে আছে। তবে এর আয়ু ফুরিয়ে এসেছে।


ইংল্যান্ড স্কোয়াড

জ্যাকব বেথেল (অধিনায়ক), জর্ডান কক্স, রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডওসন, টম হার্টলে, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথুউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড।

]]>
সম্পূর্ণ পড়ুন