সোমবার (১৪ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৭ কোটি ৩৯ লাখ ৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে আসামি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং ১৮টি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় একটি মামলা করা হয়।
আরও পড়ুন: স্ত্রী-সন্তানসহ হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আক্তার হোসেন আরও বলেন, একে অন্যের সহায়তায় পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় ফৌজিয়া আলম ও মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।
একই সঙ্গে হানিফের দুই ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও কন্যা তানিশা আলম কর্তৃক অর্জিত সম্পদের উৎসসমূহের সঠিকতা বা যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণের নিমিত্ত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।