রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর ও শ্রেণি পেশার বিক্ষোভে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি: আল জাবের
এ সময় উপস্থিত ছাত্র জনতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পরে ঘণ্টাখানেক পর কর্তৃপক্ষের আশ্বাসে মহাসড়ক থেকে বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল শুরু হয়।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·