হাদিকে হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে নরসিংদীর ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

‍শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে শহরের ভেলানগর মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে এ বিক্ষোভ করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ভেলানগর মোড়ে এসে জমা হয় ছাত্র-জনতা। পরে ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। 

 

আরও পড়ুন: হাদিকে গুলি: নরসিংদী থেকে ফয়সাল নামে একজন আটক

 

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বিকেল ৫টায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে আন্দোলন স্থগিত করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন