হাদি হত্যার বিচার দাবি ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে জিএসএ’র সমাবেশ সোমবার

৩ সপ্তাহ আগে
ওসমান হাদি হত্যার বিচার ও গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে সোমবার (২২ ডিসেম্বর) ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।

রোববার (২১ ডিসেম্বর)  অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই সমাবেশের ঘোষণা দেন।


শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড, ময়মনসিংহে শ্রমিক দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে মেরে লাশ পুড়িয়ে ফেলা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এই সমাবেশ করবে জিএসএ।


আরও পড়ুন: লড়াই এখনো শেষ হয়নি: জোনায়েদ সাকী


সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন- জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভূঁইয়াসহ ঢাকা মহানগরের নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন