দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।
পত্রিকাগুলো দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা, ওসমান হাদির ওপর হামলা ও তার স্বাস্থ্য পরিস্থিতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে।
হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন - দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ। হত্যাচেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ জোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র।
ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।
হামলাকারীদের অস্ত্র কে দিলো, খুঁজছে পুলিশ - দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের উৎস ও জোগানদাতাকে খুঁজছে পুলিশ। পাশাপাশি হামলাকারীদের সীমান্ত দিয়ে ভারতে পালাতে সহযোগিতাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তদন্ত–সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধার ও জোগানদাতাকে গ্রেফতার করা গেলে এই হত্যার নেপথ্যের অনেক তথ্য জানা যাবে। হাদিকে হত্যাচেষ্টার মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা করছেন।
সীমান্তে পৌঁছার আগে ফয়সালকে ৩০ হাজার টাকা পাঠান স্ত্রী - দৈনিক সমকালের খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ সীমান্তে পৌঁছার আগে তাঁর স্ত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা পেয়েছিলেন। ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর হোসেন ঢাকার ধামরাই থেকে যে প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছেন, সেটির চালকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা পৌঁছানো হয়। ময়মনসিংহ শহরের একটি দোকান থেকে টাকা তোলেন ফয়সাল।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সূত্রটি বলছে, ঢাকা থেকে সীমান্ত এলাকায় যেতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্রাইভেটকার ফয়সাল ও আলমগীর ব্যবহার করেছেন-এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে।
২০ দিন ধরে সিসিইউতে খালেদা জিয়া - দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ২০ দিন যাবৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যেগুলোর নিবিড় চিকিৎসা এখনো চলছে।
শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাংগাল ইনফেকশন) কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাংগাল চিকিৎসা দেয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয়। এখনো নিয়মিত প্রতিদিন ডায়ালাইসিস দিতে হচ্ছে তাকে।

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·