বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে দেয়া এক শোক বার্তায় তিনি বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিছু মানুষ মরেন না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে যান ভবিষ্যতের ভিতরে।’
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেয়া এক অনন্ত সাহসের মহাকাব্য, ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। তিনি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার ভূমিকা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস ছিল। তার অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ফয়েজ আহমদ তৈয়্যব।
আরও পড়ুন: হাদির খুনিদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেয়া হয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ইন্তেকাল করেন।
শরিফ ওসমান হাদির জন্ম ১৯৯৩ সালে। দেশের রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।
]]>
৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·