সোমবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে বানিয়াচং থানার পুলিশ তাকে তার নিজ বাড়ি বাতাকান্দী গ্রাম থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আব্দুল মজিদকে একটি নৌকায় করে থানায় আনা হচ্ছিল। পথে হঠাৎ সে নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ে এবং হাতকড়াসহ পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আব্দুল মজিদ স্থানীয়ভাবে একটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামি। বানিয়াচংয়ে সংঘটিত ৯ জন হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ২ আসামি গ্রেফতার
পলায়নের ঘটনার পর পরই বানিয়াচং থানার পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। আশপাশের কয়েকটি গ্রাম ঘিরে ফেলা হয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, নৌকা থেকে ঝাঁপ দিয়ে তিনি পালিয়েছেন। আমরা তাকে ধরতে অভিযান চালাচ্ছি। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।