হাতকড়া পরানোর পর ‘টাকা নিয়ে’ ব্যবসায়ীকে ছেড়ে দেয়া সেই পুলিশ সদস্য ক্লোজড

৪ দিন আগে
গাজীপুরের শ্রীপুরের হানু মার্কেট এলাকায় এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে টাকা ছিনিয়ে নেয়ার পর ছেড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসকে থানা থেকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

আবদুল কুদ্দুস শ্রীপুর থানার অধীন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। বর্তমানে ওই এসআইকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।  

 

প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার ড.চৌধুরী যাবের সাদেক।

 

এর আগে, শ্রীপুরের হানু মার্কেট এলাকায় সবুজ সরকার নামের এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে আটকে রেখে তার কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে এসআই আবদুল কুদ্দুসের বিরুদ্ধে। হাতকড়া পরিয়ে আটকে রাখার সময় তিনি (সবুজ) মুঠোফোনে সেলফি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন। গতকাল রোববার (৫ জানুয়ারি) ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।


গত শুক্রবার (৩ জানুয়ারি) হানু মার্কেট এলাকা থেকে আটক সবুজ সরকারকে আটক করেন এসআই আবদুল কুদ্দুস। আটকের পর হাতকড়া পরিয়ে পুলিশ ফাঁড়ির পাশের একটি লোহার পাইপের সঙ্গে আটকে রাখেন। পরে দুই লাখ টাকা ছিনিয়ে নেন। টাকা নেয়ার পর ওই পুলিশ সদস্য তাকে ছেড়ে দেন বলে অভিযোগ সবুজের।


আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে হামলা, গুরুতর আহত ২ পুলিশ সদস্য

 

সবুজ সরকার বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পারিবারিক জমি নিয়ে এক স্বজনের সঙ্গে বিরোধের জেরে তাকে হয়রানি করে টাকা ছিনিয়ে নিয়েছেন ওই পুলিশ সদস্য।

 

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এসআই আবদুল কুদ্দুস।


আরও পড়ুন: কোনো মামলারই প্রতিবেদন দেয়নি পুলিশ, বলছেন আইনজীবীরা

 

এ বিষয়ে গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন,আমরা তাকে ক্লোজড করেছি। এখন আমরা তার বিরুদ্ধে তদন্ত করবো, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন