পরিবেশবিদ আসম সালেহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, মৌলভীবাজারের চা-বাগান, পাহাড়-টিলা, নদী-ছড়া ও হাওড় মিলিয়ে গঠিত এই ভূপ্রকৃতি জেলার পরিবেশগত ভারসাম্যের মূল স্তম্ভ। কিন্তু সম্প্রতি ফিজিবিলিটি স্টাডি ছাড়াই কাউয়াদীঘি, হাইল হাওড় ও পূবের হাওড়ে কৃষিজমি ক্রয়-বিক্রয় এবং সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ উদ্বেগ বাড়িয়েছে। পূবের হাওড়ে ১০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। আরও ২৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হবে।
সরকার মৌলভীবাজার জেলা হতে ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তারা বলেন, উন্নয়ন অবশ্যই জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষা করে হতে হবে; হাওর-ভূপ্রকৃতি ধ্বংস করে নয়।
আরও পড়ুন: হাওড়ে লালগালিচা সংবর্ধনা: ফের সমালোচনার মুখে বিভাগীয় কমিশনার
বৈঠকে উপস্থিত কৃষক ও মৎস্যজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, হাওড়ের জমি বেসরকারি কোম্পানির কাছে গেলে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। পূবের হাওড়ের কৃষক প্রতিনিধি বলেন , আমরা বছরের পর বছর ধানের চাষ করি, কিন্তু শুনছি এই জমি নাকি সোলার কোম্পানির হাতে যাবে। এতে হাওড়ের পানি যদি বাধাগ্রস্ত হয়, আমাদের মাছধরা বন্ধ হয়ে যাবে।
এদিকে হাওর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ের গবেষণা দেখা গেছে, হাওর নষ্ট না করেও সৌরবিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মনুসেচ প্রকল্পের বেড়িবাঁধের প্রায় ৬৪ কিলোমিটার উন্মুক্ত ভূমি, টেংরা ইউনিয়নের মনুর আনগাঙ এলাকার ২ দশমিক ৫ কিলোমিটার এলাকা এবং মনুসেচ প্রকল্পের প্রধান ও সাব-ক্যানেলের ১০৫ কিলোমিটার জায়গা রয়েছ। এসব স্থানে ৫০০ থেকে ৭০০ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
আরও পড়ুন: ১১ দফা দাবিতে মৌলভীবাজারে হাওড় রক্ষা আন্দোলন কমিটির মানববন্ধন
বৈঠকে বক্তারা অভিযোগ করেন, জমি ও জলাধার ব্যবস্থাপনা সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এবং ব্যক্তিস্বার্থ হাওড়ের সুরক্ষাকে বিপন্ন করছে।
এ গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: সেন্টার ফর ইনভারয়নমেন্ট এন্ড জিওগ্রাফিখ ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) উপ-নির্বাহী পরিচালক এ এম এম মোস্তফা আলী, জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, সিইজিআইএস-এর পরিচালক (প্রশাসন ও অর্থায়ন) লে. কর্নেল সৈয়দ আফজালুল আবেদীন (অব.), সিলেট কৃষি বিদ্যালয়ের ওয়াটার এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট এর অধ্যাপক ড. নিতন কুণ্ড ও সয়েল সাইন্স এর অধ্যাপক ড. এম এ কাশেম প্রমুখ। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলায় নব্য যোগদানকারি জেলা প্রশাসক, তৌহিদুজ্জামান পাভেল।

১ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·