শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘এগুলো যদি কেবল আমাদের সমস্যা হতো সমাধান করা যেত, কিন্তু বদলির তদবির আসে উপর থেকে। আমরা চেষ্টা করছি এসব কাটিয়ে উঠতে।’
আরও পড়ুন: হাওড়ে লালগালিচা সংবর্ধনা: ফের সমালোচনার মুখে বিভাগীয় কমিশনার
এর আগে সকাল ১০টায় উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের নীতি-নৈতিকতার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুন: ইলিশের মতো দেশীয় মাছেও প্রজনন সুরক্ষা, হাওড়ে বন্ধ মাছ ধরা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা ও জেলার বিভিন্ন স্কুলের প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক।
]]>