হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন

২ সপ্তাহ আগে
ভারত নাছোড়বান্দা! চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তানে যাবে না, বিসিসিআইর দাবি হাইব্রিড মডেল। পাকিস্তানও নিজেদের দেশে সবগুলো ম্যাচ আয়োজনে অনড় ছিল। ফলে সুরাহা হচ্ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। অবশেষে সমঝোতায় পৌঁছেছে দুই দল। হাইব্রিড মডেলেই হবে ২০২৫ সালের আসর। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নানা টালবাহানার পর অবশেষে নিশ্চিত হওয়া গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের ব্যাপারে। পাকিস্তান আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। ১৯ ফেব্রুয়ারির আসরকে সামনে রেখে যদিও এখনও কোনো ভেন্যু চূড়ান্ত হয়নি। দ্রুতই আইসিসিকে নিরপেক্ষ ভেন্যুর নাম প্রস্তাব করবে পিসিবি।


শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ভারত ২০২৪-২৭ সার্কেলে পাকিস্তানে খেলতে যাবে না। শুধু এটুকু জেনে ভারতের ইচ্ছার জয় হয়েছে ভাবলে কিছুটা ভুল হবে। সমঝোতায় আসার ক্ষেত্রে পিসিবিও কিছু শর্ত আরোপ করেছে। এই সার্কেলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাবর আজম বাহিনী ভারতে গিয়েছিল।


আরও পড়ুন: বিদ্রুপের কারণে অবসর নিয়েছেন অশ্বিন, বাবা রবিচন্দ্রনের বিষ্ফোরক মন্তব্য


আগামী বছর ভারত নারী বিশ্বকাপ আয়োজন করবে। পরের বছর তাদের মাটিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, সহআয়োজক শ্রীলঙ্কা। শর্তের অংশ হিসেবে দুটি টুর্নামেন্টের কোনোটিতে খেলতে পাকিস্তান ভারতে যাবে না। তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করবে বিসিসিআই।


এক বিবৃতি দিয় আইসিসি জানিয়েছে, ‘২০২৪-২৭ সার্কেলে ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে খেলতে যাবে না। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি এর অন্তর্ভুক্ত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও পুরুষদের টি-২০ বিশ্বকাপ।’

]]>
সম্পূর্ণ পড়ুন