‘হাই অ্যালার্ট’, ‘১০ গাড়িতে আগুন, ককটেল, আতঙ্ক’

১ সপ্তাহে আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে নিয়মিত তুলে ধরছে। এখান থেকে এক নজরে জেনে নেয়া যাবে দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

 

হাই অ্যালার্ট, আগুন-ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ- দৈনিক মানবজমিনের প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী ও গণহত্যা মামলার রায় ঘিরে সারা দেশে অঘোষিত হাই অ্যালার্ট জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

 

পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকাসহ সারা দেশে। গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনালে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, বিজিবি'র পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ঢাকাসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রায় ঘিরে পুলিশের প্রত্যেকটি অপারেশনাল ও গোয়েন্দা ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে।


বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার, ঝটিকা মিছিল এবং তারা যাতে কোনোভাবে ককটেল বিস্ফোরণ, বাসে-স্থাপনায় আগুন দিয়ে নাশকতা করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন।

 

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ- দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ এটি।


এই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ সোমবার।

 

 

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

এই মামলার শুনানিতে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) একাধিকবার বলেছে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড (পরিকল্পনাকারী), হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার (সর্বোচ্চ নির্দেশদাতা)।

 

শেখ হাসিনার মামলার রায় আজ, সবার দৃষ্টি ট্রাইব্যুনালের দিকে- দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ এটি।

 

এই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ সোমবার বেলা ১১টায় রায় ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবে। রায় ঘোষণার জন্য গত ১৩ নভেম্বর এই দিন ধার্য করে দেয় ট্রাইব্যুনাল।


 

 

ট্রাইব্যুনালের রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে ট্রাইব্যুনালের রায় ঘোষণা। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার কী শাস্তি হয়, তা দেখার জন্য জনগণের দৃষ্টি আজ ট্রাইব্যুনালের দিকে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশাপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


রাষ্ট্রপক্ষ এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে। এছাড়া আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন জানানো হয়। অন্যদিকে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়ে কোনো আবেদন করেনি রাষ্ট্রপক্ষ। তার বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে রাষ্ট্রপক্ষ।


হাসিনার মামলার রায় আজ- দৈনিক যুগান্তরের প্রধান সংবাদ এটি।


এই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মামলা রায়ের জন্য ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

 

শেখ হাসিনার পাশাপাশি মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন 'অ্যাপ্রুভার' (রাজসাক্ষী) হিসাবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও কামাল ভারতে পলাতক। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি আছে। তাদের অনুপস্থিতিতে রায় হচ্ছে আজ। রায় ঘোষণা উপলক্ষ্যে তিন আসামির মধ্যে একমাত্র গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জেল থেকে আদালতে হাজির করা হবে।


এদিন ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্ট অঙ্গনে সর্বোচ্চ কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকার। বাড়তি নিরাপত্তার জন্য সুপ্রিমকোর্টের পক্ষ থেকে সেনা মোতায়েন চেয়ে রোববার সেনা সদর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরাও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বহুলপ্রতিক্ষীত ঐতিহাসিক এ রায় শোনার জন্য গোটা জাতি এখন অপেক্ষায়।

 

১০ গাড়িতে আগুন, ককটেল, আতঙ্ক- দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ এটি।


এই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ সোমবার। এ রায়ের তারিখ ঘোষণার আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাতবোমা-ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।


 

 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরো ১০টি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটিসহ বিভিন্ন স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বগুড়া ও গাজীপুরে হামলা করা হয়েছে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে। ফেনীতে জুলাই স্মৃতিস্তড়ে দেওয়া হয়েছে আগুন।


গতকাল রবিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাবি ছাত্রলীগের সাবেক নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল হামলা করা হয়েছে গত শনিবার।

]]>
সম্পূর্ণ পড়ুন