‘হাঁসের রাজা’ আব্দুল্লাহ শফিকের বিরল হ্যাটট্রিক

২ সপ্তাহ আগে
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স পার্ক বিগ স্কোরিং ম্যাচের জন্য বিখ্যাত। সেই মাঠে সাইম আইয়ুব দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে আলো নিজের দিকে টেনে নিয়েছেন। তার ইনিংসে ভর করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে পাকিস্তান। ফলে আইয়ুবকে নিয়েই মাতামাতিটা তুঙ্গে। কিন্তু মুদ্রার উল্টোপীঠে তার ওপেনিং পার্টনার আব্দুল্লাহ শফিক ক্রিকেট ইতিহাসেই নতুন একটা পাতা খুলেও আলো খুঁজে পেলেন না। বরং ইতিহাস গড়ে এখন তিনি মুখ লুকানোর গর্ত খুঁজছেন হয়ত। এমন লজ্জার ইতিহাস কেই-বা গড়তে চায়!

রোববার (২২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ২৭১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সাইম আইয়ুব ৯৪ বলে ১০১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকানো এই ২২ বছর বয়সীর হাতেই উঠেছে সিরিজসেরার পুরস্কার।


প্রোটিয়াদের বিপক্ষে সিরিজটা যেমন সাইম আইয়ুবকে দুই হাত ভরে দিয়েছে, তেমনি তার ওপেনিং পার্টনার আব্দুল্লাহ শফিককে কিছুই না দিয়ে উল্টো লজ্জায় ফেলেছে। সিরিজের শেষ ওয়ানডেতে গোল্ডেন ডাক মেরেছেন এই ডানহাতি। আর তাতেই রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন।


আরও পড়ুন: সাইম আইয়ুবের দুই সেঞ্চুরিতে দ. আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান


সিরিজের আগের দুই ম্যাচেও রানের খাতা খুলতে না পারা আব্দুল্লাহ শফিক ক্রিকেট ইতিহাসের প্রথম ওপেনার হিসেবে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের তিন ম্যাচেই ডাক মারার রেকর্ড গড়েছেন।


তার আগে একমাত্র ওপেনার হিসেবে দ্বিপাক্ষিক সিরিজে তিনটি ডাক মারার রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের। কিন্তু গাপটিল ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন সাত ম্যাচের সিরিজে।


শুধু তাই নয়, ইতিহাসে আর মাত্র একজন ব্যাটারই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতে ডাক মারার বিরল কীর্তি দেখিয়েছেন। ভারতের সূর্যকুমার যাদব গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন কত টাকা পাবে, বাকিদের প্রাইজমানি কত


জোহানেসবার্গে গোল্ডেন ডাক মারার আগে কেপ টাউনে ২ বলে রানের খাতা না খুলেই ইয়ানসেনের শিকারে পরিণত হয়েছিলেন শফিক। এর আগে পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে ইয়ানসেনের বলেই আউট হওয়ার আগে ৪ বল খেলে আউট হয়েছিলেন তিনি।


চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে সাতবার ডাক মেরেছেন শফিক। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়ার (দুই ইনিংসে ডাক) দিয়ে যার শুরু হয়েছিল। চলতি বছর আর মাত্র একজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি ডাক মেরেছেন। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি সব মিলিয়ে ৯টি ডাক মেরেছেন এই বছর। আব্দুল্লাহ শফিকের সমান ৭টি ডাক মেরেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহও। 

]]>
সম্পূর্ণ পড়ুন