হলিউড রূপকথায় নতুন অধ্যায় রেক্সহ্যামের

৪ দিন আগে
এফএ কাপের তৃতীয় রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টকে রীতিমতো ভড়কে দিয়েছে দ্বিতীয় স্তরের দল রেক্সহ্যাম। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটাকে বিদায় করে তারা পৌঁছে গেছে চতুর্থ রাউন্ডে। ২৬ বছরের মধ্যে এফএ কাপে ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো দলকে হারালো রেক্সহ্যাম।

নটিংহ্যামের হয়ে ওমারি হাচিনসনের নেওয়া পঞ্চম শটটা ঠেকিয়ে দেন রেক্সহ্যামের গোলরক্ষক আর্থার ওকোনকোয়া। আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের। 

 

রেক্সহ্যাম কোচ ফিল পার্কিসনের মতে, ‘দুই দলেই অনেকে ক্লান্ত ছিল। বড়দিনের ভীষণ ব্যস্ত সূচির পর এমন চমৎকার ম্যাচ উপহার দেওয়ার কৃতিত্ব দুই দলেরই।’ 

 

আরও পড়ুন: মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন আরও এক আর্জেন্টাইন

 

হলিউডের দুই অভিনেতা রায়ান রেইনোল্ডস ও রব ম‍্যাকএলহেনি মালিকানা কিনে নেওয়ার পর মাত্র তিন মৌসুমের মধ‍্যে নন-লিগ ফুটবল থেকে দ্বিতীয় স্তরে উঠে এসেছে রেক্সহ‍্যাম। তাদের এমন রূপকথার নতুন অধ্যায়ের দিনে ক্ষোভে ফুঁসছেন নটিংহ‍্যাম কোচ। 

 

আরও পড়ুন: দলের হারের দিনে গোল করে যেখানে ইতিহাসের প্রথম হলেন রোনালদো

 

‘প্রথমার্ধ ছিল পুরোপুরি অগ্রহণযোগ‍্য। আমি সেটা খেলোয়াড়দের বলেছি। নির্দিষ্ট কেউ কেউ সেটা অবশ্যই জানে। তাদের আত্ম-সমালোচনা করতে হবে।’ 

 

নটিংহ্যামের কোচ আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে যারা মাঠে নেমেছে, তাদের কৃতিত্ব পাওনা। তখন আমাদের প্রিমিয়ার লিগের একটি দল বলে মনে হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন