শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। একটি গোল করেছেন ম্যাথেউস নুনেস। বাকি গোল দুটি ম্যাক্সিমে এস্তেভের আত্মঘাতী। বার্নলির একমাত্র গোলটি জেইডন অ্যান্থনির।
ছয় ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ম্যানসিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলি।
গত ম্যাচে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যানসিটি এদিন ১২ মিনিটেই লিড পায়। বক্সের বাইরে থেকে জেরেমি ডকু শট নিয়েছিলেন। গোলরক্ষক সেই শট ঠেকিয়ে দিলে ফিল ফোডেন ফিরতি শট নেন। এবার শট বার্নলির এস্তেভের পায়ে লেগে জালে জড়ায়।
আরও পড়ুন: শেষ মুহূর্তে দুই গোল খেয়ে হারলো চেলসি
৩৮ মিনিটে সমতায় ফেরে বার্নলি। কাছে থেকে নেয়া অ্যান্থনির শট রুবেন দিয়াসের পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে সিটি। ৬১ মিনিটে আবার লিড পায় গার্দিওলার দল। বক্সে হলান্ডের পাস জোরাল ভলিতে জালে জড়ান নুনেস। এর চার মিনিট পরেই এস্তেভের আরেকটি আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। ডান দিক থেকে নেয়া নুনেসের শট এই ফরাসির পায়ে লেগে জালে জড়ায়।
তখনও হলান্ড ম্যাজিক বাকি। ৯০ মিনিটে প্রথম গোলটি করেন এই নরওয়েজিয়ান। ডকুর পাস থেকে প্রথম গোলটি করেন। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন।
চলতি মৌসুমে লিগে ৬ ম্যাচেই ৮ গোল করলেন সিটির এই নরওয়েজিয়ান তারকা।