হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার র‍্যাবের

২ সপ্তাহ আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার (২৫ জুন) রাতে মাদকসহ আসামীদের আটক করে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।   

 

র‍্যাব জানায়, ঢাকা-সিলেট মহাসড়কস্থ অলিপুর রেলগেটের সামনে পাকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে তারা।  

 

আরও পড়ুন: মৌলভীবাজারে ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ

 

গ্রেফতারকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মো: আপেল (৩৭), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর গ্রামের মৃত মো: শেখের পুত্র মো: নজরুল ইসলাম (৪৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মুক্তার আলী (৩৪)।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন