মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের আদালত এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে বিকেলে জাকারিয়াকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। থানার ওসি (তদন্ত) সজল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার জাকারিয়া চৌধুরী (৪৫) হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে। তিনি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর ‘ঘনিষ্ঠজন’ পরিচয়ে দীর্ঘদিন যাবৎ জমি দালাল চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
আরও পড়ুন: হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
স্থানীয়দের অভিযোগ, জাকারিয়া নিজেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ‘বন্ধু’ বলে পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এবং বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন তাজওয়াজের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন শাহীন জানান, জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুর, রামপুরা, পল্টন থানা এবং সিলেটের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও প্রতারণাসহ মোট ১২টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
]]>