বুধবার (৯ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সাজু মিয়াকে হাজির করা হয়।
হবিগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান, আদালতে হাজির করা সময় তার উপর সহপাঠী ও বিক্ষুব্ধ জনতার হামলা হলে পুলিশ তাকে সুরক্ষিত করে। পুলিশি তৎপরতায় পরবর্তীতে রিমান্ড শুনানি সম্পন্ন হয়।
হবিগঞ্জের চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ দাশ ৭ দিনের রিমান্ডের আবেদন করেন, তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, আদালতে আসামিকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধরা সাময়িক উত্তেজনা সৃষ্ট করেছিল। পরে পুলিশ তাদের আটকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যথারীতি শুনানি সম্পন্ন হয়।
আরও পড়ুন: পটুয়াখালী আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের মারামারি, আহত ৫
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোররাতে জনি দাশ ও তার বড় ভাই জীবন দাস বাড়িতে চুরি করতে আসা এক ব্যক্তিকে ধরে ফেলেন। অভিযুক্ত ব্যক্তি তাদের উপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত জনিকে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে আসছে।